মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথের পর ডোনাল্ড
ট্রাম্পের বক্তৃতার যে কথাগুলো জনতার সবচেয়ে বেশি হর্ষধ্বনি পেয়েছিল
তার একটি হচ্ছে, "আমেরিকান জিনিস কিনুন, আমেরিকানদের চাকরি দিন।"
কিন্তু তার উল্লাসরত সমর্থকদের অনেকের মাথায় যে লাল টুপি পরা ছিল - এখন জানা যাচ্ছে - তা তৈরি হয়েছে চীন, ভিয়েতনাম আর বাংলাদেশে ।
অনেক ট্রাম্প সমর্থক ব্যাপারটা জানতে পেরে অপ্রস্তুত হয়েছেন।
মজার ব্যাপার হচ্ছে, মি. ট্রাম্পের প্রচার ওয়েবসাইট থেকে আপনি এই 'মেক আমেরিকা গ্রেট এগেইন' লেখা লাল বেসবল ক্যাপ কিনলে তার দাম পড়বে ২৫ থেকে ৩০ ডলার।
কিন্তু শুক্রবার ট্রাম্পের অভিষেকের দিন ওয়াশিংটনের রাস্তায় যে টুপি বিক্রি হয়েছে তার দাম ছিল ২০ ডলার।
দেখা গেছে, এগুলো তৈরি হয়েছে ভিয়েতনাম, বাংলাদেশ এবং চীনে।
সেদিন টেক্সাস থেকে ওয়াশিংটনে এসে এই ট্রাম্প টুপি কিনেছিলেন জশুয়া রোজাসআর আলিসা ইয়ং। রয়টার্স জানাচ্ছে, তাদের প্রতিবেদকের সামনে তারা টুপিটির লেবেল পরীক্ষা করলেন।
'এ কি, এটা তো ভিয়েতনামে তৈরি" - চেঁচিয়ে উঠলেন আলিসা ।
ভিক্টোরিয়া স্কট নামে আরেকজন এসেছেন তার ভাইকে নিয়ে। তিনি তার টুপিটি পরীক্ষা করে বললেন, সেটা তৈরি হয়েছে চীনে।
আর তার ভাই এ্যান্ড্রু তার টুপির লেবেল দেখে দেশের নামটা প্রথমে ঠিকমত পড়তে পারলেন না। তার বাবা ধরিয়ে দিলেন - "এটা বাংলাদেশ"
এ্যাবি নামের একজন বললেন - "আমারটা চীনে তৈরি! কাউকে বলবেন না যেন।"
ভিক্টোরিয়া স্কট অবশ্য বললেন, এই টুপি কোথায় তৈরি তাতে কিছু এসে যায় না।
source: http://www.bbc.com/bengali/news-38704501
কিন্তু তার উল্লাসরত সমর্থকদের অনেকের মাথায় যে লাল টুপি পরা ছিল - এখন জানা যাচ্ছে - তা তৈরি হয়েছে চীন, ভিয়েতনাম আর বাংলাদেশে ।
অনেক ট্রাম্প সমর্থক ব্যাপারটা জানতে পেরে অপ্রস্তুত হয়েছেন।
মজার ব্যাপার হচ্ছে, মি. ট্রাম্পের প্রচার ওয়েবসাইট থেকে আপনি এই 'মেক আমেরিকা গ্রেট এগেইন' লেখা লাল বেসবল ক্যাপ কিনলে তার দাম পড়বে ২৫ থেকে ৩০ ডলার।
কিন্তু শুক্রবার ট্রাম্পের অভিষেকের দিন ওয়াশিংটনের রাস্তায় যে টুপি বিক্রি হয়েছে তার দাম ছিল ২০ ডলার।
দেখা গেছে, এগুলো তৈরি হয়েছে ভিয়েতনাম, বাংলাদেশ এবং চীনে।
সেদিন টেক্সাস থেকে ওয়াশিংটনে এসে এই ট্রাম্প টুপি কিনেছিলেন জশুয়া রোজাসআর আলিসা ইয়ং। রয়টার্স জানাচ্ছে, তাদের প্রতিবেদকের সামনে তারা টুপিটির লেবেল পরীক্ষা করলেন।
'এ কি, এটা তো ভিয়েতনামে তৈরি" - চেঁচিয়ে উঠলেন আলিসা ।
ভিক্টোরিয়া স্কট নামে আরেকজন এসেছেন তার ভাইকে নিয়ে। তিনি তার টুপিটি পরীক্ষা করে বললেন, সেটা তৈরি হয়েছে চীনে।
আর তার ভাই এ্যান্ড্রু তার টুপির লেবেল দেখে দেশের নামটা প্রথমে ঠিকমত পড়তে পারলেন না। তার বাবা ধরিয়ে দিলেন - "এটা বাংলাদেশ"
এ্যাবি নামের একজন বললেন - "আমারটা চীনে তৈরি! কাউকে বলবেন না যেন।"
ভিক্টোরিয়া স্কট অবশ্য বললেন, এই টুপি কোথায় তৈরি তাতে কিছু এসে যায় না।
source: http://www.bbc.com/bengali/news-38704501
0 Post a Comment:
একটি মন্তব্য পোস্ট করুন