সাংবাদিকদের মুখোমুখি হতে বরাবরই মুস্তাফিজুর রহমানের একটু অনীহা। তবে কাল
তাঁর সংবাদ সম্মেলনে আসাটা যে ‘জরুরি’ ছিল! ম্যাচের নায়ক তিনি নন। বোলিং
ভালো হয়নি। দলও জেতেনি। এমনিতে ম্যাচসেরা কিংবা অধিনায়কেরাই আসেন
ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে। পারফরম্যান্স যা-ই হোক না, দল জিতুক বা
হারুক, কাল মুস্তাফিজকে আসতেই হতো। ছোট্ট এই ক্যারিয়ারে এরই মধ্যে অনেক
অর্জন। তাতে যুক্ত হলো আরেকটি স্বীকৃতি। বাংলাদেশের প্রথম ক্রিকেটার
হিসেবে আইসিসির বর্ষসেরা ওয়ানডে একাদশে জায়গা পেয়েছেন। বিপিএল-উৎসব ছাপিয়ে
তাই সবচেয়ে আলোচিত মুখ মুস্তাফিজ।
ম্যাচের আগে গৌরবের এই খবরটা তাঁকে প্রথমে দিয়েছিলেন দলের ম্যানেজার আতহার আলী খান। তখনো হয়তো ব্যাপারটা বুঝতে পারেননি মুস্তাফিজ। বুঝলেন ম্যাচ চলার সময়। মাঠেই সতীর্থদের অভিনন্দনে সিক্ত হলেন। বড় পর্দায় বেশ কয়েকবার ভেসে উঠল অভিনন্দনবার্তা। গ্যালারি থেকে ভেসে এল শুভেচ্ছার
অবিরাম করতালি। অনন্য এই অর্জনে মুস্তাফিজের প্রতিক্রিয়া যথারীতি সংক্ষিপ্ত, ‘ম্যাচের সময় সবাই অভিনন্দন জানিয়েছিল। অনেক ভালো লেগেছে। ওপরওয়ালা দিয়েছেন। দেশের হয়ে প্রথম...।’
ভালো লাগবে, সেটাই স্বাভাবিক। কিন্তু মাত্রাটা কেমন, সেটা নিশ্চয়ই বলা যায়। এবার মুস্তাফিজের জবাব, ‘বেশি খুশি হওয়ারই কথা। সেরা ১১ জনের মধ্যে আছি। একাদশে বড় বড় খেলোয়াড় আছেন। ছোট হিসেবে তাই বেশি ভালো লাগছে।’
Source: Prothom-alo
ম্যাচের আগে গৌরবের এই খবরটা তাঁকে প্রথমে দিয়েছিলেন দলের ম্যানেজার আতহার আলী খান। তখনো হয়তো ব্যাপারটা বুঝতে পারেননি মুস্তাফিজ। বুঝলেন ম্যাচ চলার সময়। মাঠেই সতীর্থদের অভিনন্দনে সিক্ত হলেন। বড় পর্দায় বেশ কয়েকবার ভেসে উঠল অভিনন্দনবার্তা। গ্যালারি থেকে ভেসে এল শুভেচ্ছার
অবিরাম করতালি। অনন্য এই অর্জনে মুস্তাফিজের প্রতিক্রিয়া যথারীতি সংক্ষিপ্ত, ‘ম্যাচের সময় সবাই অভিনন্দন জানিয়েছিল। অনেক ভালো লেগেছে। ওপরওয়ালা দিয়েছেন। দেশের হয়ে প্রথম...।’
ভালো লাগবে, সেটাই স্বাভাবিক। কিন্তু মাত্রাটা কেমন, সেটা নিশ্চয়ই বলা যায়। এবার মুস্তাফিজের জবাব, ‘বেশি খুশি হওয়ারই কথা। সেরা ১১ জনের মধ্যে আছি। একাদশে বড় বড় খেলোয়াড় আছেন। ছোট হিসেবে তাই বেশি ভালো লাগছে।’
Source: Prothom-alo
0 Post a Comment:
একটি মন্তব্য পোস্ট করুন